প্রকাশিত: Wed, Jan 17, 2024 10:25 PM
আপডেট: Tue, Jan 27, 2026 12:36 AM

[১]পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র: হাস

সালেহ্ বিপ্লব: [২] মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। বাসস 

[৩] বুধবার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সঙ্গে প্রথম বৈঠকের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।

[৪] রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।

[৫] এদিন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। 

[৬] বৈঠক দুটির পর ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বাণিজ্য সম্পর্কে একটি বড় অংশীদার যুক্তরাষ্ট্র। আমরা উভয়ই সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করবো বলে আলোচনা করেছি। 

[৭] মন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সঙ্গে রোহিঙ্গা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাতে ইউরোপিয়ান বিনিয়োগ হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বেসরকারি খাতে যাতে বিনিয়োগ করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে।

[৮] মার্কিন সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে কথাবার্তা হয়েছে। ইতোমধ্যে একটি মার্কিন কোম্পানি আমাদের এখানে প্রচুর তেল আছে সেটি খুঁজে বের করেছে। সেটি নিয়ে আলোচনা হয়েছে। তেল উত্তোলন করতে পারলে আমাদের দেশ উপকৃত হবে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু প্রতিরক্ষা সহযোগিতা আছে, তা নিয়েও আলোচনা হয়েছে।